বালুরঘাট: নবমীতে রাতভর বালুরঘাট যুব সংঘ ক্লাব প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড়, এই ক্লাবের পুজো দর্শনার্থীদের নজর কেড়েছে
নবমীর রাতে জনসমুদ্র বালুরঘাটের বিভিন্ন পুজো মন্ডপে। বুধবার রাত বারোটায় বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া যুব সংঘ এলাকায় দর্শনার্থীদের ভিড় ছিল ব্যাপক। এবারে বালুরঘাট যুব সংঘ ক্লাব ৫৮ তম বর্ষে পদার্পণ করেছে। ১৯৬৭ সালে তৈরি হয়েছিল বালুরঘাট যুব সংঘ ক্লাব। এবার ৫৮ তম বর্ষে যুব সংঘ ক্লাবের থিম কাল্পনিক পূজা মন্ডপ। পূজা মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে সাবেকই প্রতিমা। ইতিমধ্যেই যুব সংঘ ক্লাবের পুজো দর্শনার্থীদের নজর কেড়েছে।