হরিহরপাড়া: হরিহরপাড়ায় ফের আইএসএফে বড়সড় যোগদান, বিভিন্ন দল ছেড়ে প্রায় ২৫০ যোগদান করেন
হরিহরপাড়ায় ফের আইএসএফে বড়সড় যোগদান, বিভিন্ন দল ছেড়ে প্রায় ২৫০ যোগদান করেন   ফের একের পর এক যোগদান হরিহরপাড়া বিধানসভা এলাকায়। শনিবার সন্ধ্যায় হুমাইপুর অঞ্চলের মহিষমারা গ্রামে আয়োজিত এক সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ২৫০ জন কর্মী যোগদান করেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (ISF)-এ।  এই যোগদানের মধ্য দিয়ে এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। একের পর এক আইএসএফে যোগদান নিয়ে এলাকাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।