ঝালদা ২: ২০ সেপ্টেম্বর রেল অবরোধকে সামনে রেখে ঝালদা ২ নং ব্লকের চিতরপুর এলাকায় প্রস্তুতি বৈঠক করলো কুড়মী সমাজ
আগামী কুড়ি তারিখ একশটি জায়গাতে রেল অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ । তারই প্রস্তুতি স্বরূপ আজ রাতে ঝালদা দু'নম্বর ব্লকের হিরাপুর আদারডি অঞ্চলের চিতরপুর এলাকাতে একটি প্রস্তুতি বৈঠক করলো কুড়মী সমাজ সংগঠন । উপস্থিত ছিলেন সংগঠনের জেলা যুব সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব ।