সীতাই: নেতাজী বাজার তামাক হাট মাঠে ব্রহ্মত্তরচাত্রা অঞ্চল তৃণমূলের বিজয়া সম্মিলনী ও কর্মীসভা অনুষ্ঠিত হল
নেতাজী বাজার তামাক হাট মাঠে ব্রহ্মত্তরচাত্রা অঞ্চল তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হল। শুক্রবার বিকেল ৫:৩০ মিনিট নাগাদ এই কর্মসূচি আয়োজিত হয়। উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, বিধায়িকা সংগীতা রায় ছাড়াও অন্যান্য নেতৃত্ব। এছাড়াও এদিন কর্মীসভা করেন তৃণমূল নেতৃত্ব।