আলিপুরদুয়ার ১: গভীর রাতে নতুন পাড়ায় হাতি তাড়াতে গিয়ে হাতির হানায় গুরতর আহত হলেন বনকর্মী,MJN হাসপাতালে দেখতে গেলেন বনকর্তারা
রবিবার গভীর রাতে হাতি তাড়াতে গিয়ে আহত হলেন এক বন কর্মী।এই ঘটনা আলিপুরদুয়ার -১ ব্লকের জলদাপাড়া নতুন পাড়ায়।গৌতম রায় নামে ওই বন কর্মী বর্তমানে কোচবিহার MJN হাসপাতালে ভর্তি।সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাকে হাসপাতালে দেখতে যায় জলদাপাড়া জাতীয় উদ্যানের DFO পারভিন কাশওয়ান সহ অন্য বন কর্তারা।বন দপ্তর সূত্রে জানা যায় ওই বন কর্মীরা নাম গৌতম রায়।গ্রামে হাতি ঢোকার খবর পেয়ে রাতে বন কর্মীরা নতুনপাড়ায় পৌঁছায়।