সীতাই: সিতাই সব্যসাচী সংঘের ৫৬ তম দুর্গোৎসবের শুভ উদ্বোধন করলেন সাংসদ
সিতাই সব্যসাচী সংঘের ৫৬তম দুর্গোৎসবের শুভ উদ্বোধন করলেন সাংসদ। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ এই উদ্বোধন করেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সিতাই বিধায়ক সংগীতা রায়। এদিন দুর্গোৎসব উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সকলের উদ্দেশ্যে শারদীয়ার শুভেচ্ছা জানান।