খড়গপুর সদর বিধানসভা এলাকাতে বেশিরভাগটাই অবাঙালি। যারা বেশিরভাগই ভিন রাজ্য থেকে এসে বসবাসকারী বাসিন্দা। তাই ওই এলাকায় নাম যাচাই এর ক্ষেত্রে মাত্রা চরিত্র সতর্ক থাকার পরামর্শ তৃণমূলের নিয়োজিত বিএলএ -২ দের। তাদের মনে করিয়ে দেওয়া হয়েছে অভিষেক ব্যানার্জীর নির্দেশও।