ধর্মনগর: যুবরাজনগর ব্লকের হাফলং গ্রাম পঞ্চায়েতের সোকপিট নির্মাণের কাজ পরিদর্শন করেন জেলা শাসক
যুবরাজনগর ব্লকের হাফলং গ্রাম পঞ্চায়েতের সোকপিট নির্মাণের কাজ পরিদর্শন করেন জেলা শাসক চাঁদনী চন্দ্রন। সাথে ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, জেলা পরিষদের সদস্য দিলীপ বর্ধন, যুবরাজনগর ব্লকের চেয়ারম্যান অপর্ সিনহা দেবনাথ যুবরাজনগর ব্লকের বিডিও হাফলং গ্রামপঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা।