ভাতারের ওরগ্রামে পীর বাবার উরস উপলক্ষে সম্প্রীতির নজির, হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ একসাথে খেলেন খিচুড়ি ভোগ । কর্মসূচি চলল সোমবার পাঁচটা পর্যন্ত। শতাধিক বছরের ধর্মীয় নিয়ম-নীতি মেনে ভাতারের ওরগ্রামে পীর বাবার উরস পালিত হল মহা ধুমধামে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। পীর বাবার মাজারে চাদর চাপিয়ে শুরু হয় অনুষ্ঠান। এই উপলক্ষে গ্রামে বসে মেলা। চলে সাত দিন ধরে।