কাঁকসা: মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে কাঁকসার আন্ডারপাস থেকে দুই জনকে গ্রেফতার করলো পুলিশ, আটক লরি
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে দুজনকে গ্রেফতার করল কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ। ধৃত দুইজনকে আজ রাত নটা নাগাদ কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।জানা গেছে ওই দুইজন লরি নিয়ে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার সময় কাঁকসার হাসপাতাল মোড়ের কাছে জাতীয় সড়কের আন্ডার পাশের নিচে ট্রাফিক পুলিশের কর্মীরা লরি আটকে লরি চালক ও খালাসিকে মেসিনের দ্বারা পরীক্ষা করতেই তাদের মদ্যপ অবস্থায় পায়। এরপরেই তাদের গ্রেপ্তার করে কাঁকসা থানায় আনা হয়।