চাঁচল ১: চাঁচলে রঙিন ক্লাবের পুজোয় রাজস্থানের ছোঁয়া, প্রস্তুতি শেষ পর্যায়ে
মালদার চাচলে রঙিন ক্লাবের পুজো মণ্ডপ তৈরির প্রস্তুতি জোড় কদমে চলছে। রবিবার শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এস এস মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখল আমাদের ক্যামেরা। এ বছর চাঁচল রঙিন ক্লাবের পুজো পঞ্চম বর্ষে পা দিল। থিম ভাবনায় ফুটে উঠেছে এক টুকরো রাজস্থান। রাজস্থানের শিল্প ভাবনা ও লোকসংস্কৃতিকে ফুটিয়ে তুলেছে উদ্যোক্তারা। আগামীকাল তাদের পুজ মণ্ডপের উদ্বোধন। উদ্বোধন করবেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ তামি ঋতমানন্দসহ প্রশাসনিক ও জনপ্রতিনিধিরা।