জলঙ্গি: ছেলে-বৌমার সঙ্গে গন্ডগোল, অভিমানে আত্মঘাতী গৃহবধূ — চাঞ্চল্য জলঙ্গীতে
ছেলে-বৌমার সঙ্গে গন্ডগোল, অভিমানে আত্মঘাতী গৃহবধূ — চাঞ্চল্য জলঙ্গীতে মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের ফরিদপুর এলাকায় চাঞ্চল্য ছড়াল এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে। পরিবারের অশান্তির জেরেই আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। মৃতার নাম সন্ধ্যা রানী মন্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ছেলে ও বৌমার সঙ্গে জমি নিয়ে পারিবারিক বিবাদ চলছিল। শনিবার সকালেই ফের নতুন করে বচসা বাঁধে। অভিযোগ, সেই অভিমান থেকেই নিজের ঘরে ঢুকে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন সন্ধ্যা রানী।