গঙ্গারামপুর: টোটো ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত সাইকেল চালক, গঙ্গারামপুরের পাটনের ঘটনা
টোটো ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত সাইকেল চালক।রবিবার বিকাল ৫ টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পাটন এলাকার ঘটনায়।ঘটনায় ওই সাইকেল চালককে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে,মহারাজপুর থেকে সুকদেবপুরের দিকে একটি টোটো যাচ্ছিল উল্টো দিক থেকে একটি সাইকেল আসছিল,হঠাৎ পাটনে মুখোমুখি সংঘর্ষ হয়।