নারায়ণগড়: দুর্গাপুজো কমিটির হাতে রাজ্য সরকারের অনুদান তুলে দেওয়া হলো বেলদা থানার সহযোগিতায়
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্গাপুজো ক্লাবগুলিকে প্রতিবছর আর্থিক অনুদান ঘোষণা করেন। সেইমতো এই বছর আর্থিক অনুদান এক লক্ষ দশ হাজার টাকা করে দুর্গা পুজো ক্লাবগুলিকে দেওয়ার ঘোষণা করেছেন।বেলদা থানার উদ্যোগে থানার অন্তর্গত দূর্গা পুজোর ক্লাবগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা আর্থিক অনুমান তুলে দেয়া হয়। উপস্থিত বিধায়ক বিক্রম প্রধান, বিধায়ক সূর্যকান্ত অট্ট, বিডিও কৌশিক প্রামাণিক এবং অভিরূপ ভট্টাচার্য, এসডিপিও রিপন বাউল।