মানিকচক: জলস্রোতে সাইকেল সহ ভেসে গেলো যুবক,জুলাব্দিটোলা এলাকার ঘটনায় মর্মাহত
বাঁধ ভেঙে গ্রামের রাস্তার ওপর দিয়ে প্রবল গতিতে জল ঢুকছে ভূতনি থানার বিস্তীর্ণ এলাকায়। আর সেই জল স্রোত পার করে বাড়ি ফিরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো বছর একুশের এক যুবকের। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের ভুতনি থানার জুলাব্দিটোলা এলাকায়।তড়িঘড়ি প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করতে জলে নামলেও প্রাণে বাঁচানো সম্ভব হলো না। মিনিট কয়েকের ব্যবধানে জল থেকে তোলা হলেও মৃত্যু হয় যুবকের।ঘটনায় শোকোস্তব্ধ পরিবারবর্গ সহ এলাকাবাসী। মৃত যুবকের নাম রোজ শেখ।