পুরুলিয়া ২: পুরুলিয়ার হাতোয়াড়া ক্যাম্পাসে ও রাস্তার ওপর লাগানো হলো পর্যাপ্ত পরিমাণে আলো আন্দোলনকারীরা দাবী করেছিল
পুরুলিয়ার হাতোয়াড়া ক্যাম্পাসে ও রাস্তার ওপর লাগানো হলো পর্যাপ্ত পরিমাণে আলো। আন্দোলনকারীরা দাবী করেছিল রাস্তায় পর্যাপ্ত আলো নেই অবশেষে সেই দাবি পূরণ করল প্রশাসন।