বামনগোলা: বামনগোলায় পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে বিক্ষোভ-ডেপুটেশন
বামনগোলায় পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে বিক্ষোভ-ডেপুটেশন বামনগোলা: শুক্রবার দুপুর একটা নাগাদ পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। এদিন পাকুয়াহাট বিএলআরও মোড় থেকে সংগঠনের পক্ষ থেকে এক মিছিল বের হয়। মিছিলটি পাকুয়াহাট এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বামনগোলা বিডিও অফিসে পৌঁছায়। সেখানে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং বিডিওর মাধ্যমে কেন্দ্র সরকারের কাছে স্মারকলিপি জমা দেও