খোয়াই: সোমবাইরা বাজার এলাকায় ধৃত বাংলাদেশি ও ভারতীয় দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন এস পি
Khowai, Khowai | Oct 31, 2025 গতকালের রাত্রিবেলা সোমবাইরা বাজার এলাকায় দুইটি অটো আটক করে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ চালায় যাত্রীদের। জানতে পারে কয়েকজনের বাড়ি বাংলাদেশ। পরবর্তী সময়ে ওই এলাকা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।