দিনহাটা ১: গোসানিমারী পুরান হাসপাতাল মাঠে আমরা কজন এর পরিচালনায় শ্যামা পূজা উপলক্ষ্যে শীতবস্ত্র দান
গোসানিমারী পুরান হাসপাতাল মাঠে আমরা কজন এর পরিচালনায় শ্যামা পূজা উপলক্ষ্যে শীতবস্ত্র দান। মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ এই শীতবস্ত্র দান কর্মসূচি আয়োজিত হয়। উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন, জেলা পরিষদ সদস্য শ্রাবণী ঝা থেকে শুরু করে কমিটির সদস্যরা। জানা গেছে শ্যামা পূজা উপলক্ষ্যে এদিন শতাধিক দুঃস্থ মানুষকে শীতবস্ত্র দান করা হয়। এই শীতবস্ত্র দান কর্মসূচি কে মহৎ উদ্যোগ বলে জানান সাংসদ।