খোয়াই: পশ্চিম সোনাতলার কাঁজি বাড়ি স্কুল মাঠে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়
Khowai, Khowai | Sep 28, 2025 খোয়াই মন্ডলের অন্তর্গত পশ্চিম সোনাতলার কাঁজিবাড়ী মাঠে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয় এই দিন পশ্চিম সোনাতলা এলাকার গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিল সমীর কুমার দাস, অনিমেষ নাগ সহ অন্যান্যরা।