দোখলবাটি চিরকালই কিন্তু বারুদের স্তুপের উপর, মল্লারপুরে আজ রাতে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রথীন সেন। প্রসঙ্গত গত শনিবার রামপুরহাটের দখল বাটি এলাকায় প্লাস্টিকের জারের মধ্যে রাখা তাজাবোমা উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ, ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানা ও মারগ্রাম থানার বর্ডার সংলগ্ন দোখলবাটি মন্ডলপাড়া মোড়ের একটি সেতুর নিচে। আর ঠিক এই প্রসঙ্গকে সামনে রেখে মল্লারপুর থেকে নানান মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক