মন্দিরবাজার: অবতার ক্লাবের দুর্গা পুজোর থিম স্মৃতি ক্যানভাসে মহানায়ক উত্তম কুমার
দক্ষিণ 24 পরগনা মন্দিরবাজার বিধানসভার অধীনে সাউথ বিষ্ণুপুর অবতার ক্লাবের ২৬ তম বর্ষে পদার্পণ করলো। এবছর তাদের থিম স্মৃতি ক্যানভাসে মহানায়ক উত্তম কুমার। মূলত এই মন্ডপের মধ্যে বোঝানো হয়েছে যে বর্তমানে সিনেমা হল গুলি বন্ধ হয়ে গিয়েছে সেইসব ছবি এই মন্ডপের মধ্যে বোঝানো হয়েছে। টলিউড ইন্ডাস্ট্রি উত্তম কুমার একটি আবেগ সেই আবেগটি এই মন্ডপের মধ্যে তুলে ধরেছে।