কলকাতা: রিপন স্ট্রিট থেকে গ্রেপ্তার উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার
দিল্লি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে রিপন স্ট্রিট থেকে গ্রেপ্তার একাধিক খুনে সাজাপ্রাপ্ত উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার। মাস ছয়েক আগে প্যারোল থেকে বেরিয়ে ফেরার হয়ে যায় সে। দিল্লি পুলিশের তরফে কলকাতা পুলিশকে জানানো হয়েছিল সে তপসিয়া এলাকায় লুকিয়ে রয়েছে। তারপর অভিযানে আজ, মঙ্গলবার তাকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্যাংস্টারের নাম মহম্মদ সহরাব। সেলিম, রুস্তম ও সোহবর তিনভাই মিলে একটি গ্যাং চালত।