বর্ধমান ১: প্রশাসনিক কড়া নজরদারির মধ্য দিয়েই শহর বর্ধমানের সদরঘাট দামোদর নদীতে তর্পণ
প্রশাসনিক কড়া নজরদারির মধ্য দিয়েই শহর বর্ধমানের সদরঘাট দামোদর নদীতে তর্পণ। প্রতিবছরের মতো এ বছরও বর্ধমানবাসী মহালয়ার শুভক্ষণে তর্পণ করতে উপস্থিত হয় সদরঘাট দামোদর নদীতে কিন্তু এই বছর অতিরিক্ত বৃষ্টির কারণে গত কয়েক দিন আগে দুর্গাপুর ব্যারেজ হতে জল ছাড়া হয় যার কারণে এবারে দামোদরের জলের স্তর অনেকটাই উপরে। সে জন্যই জেলা প্রশাসনের পক্ষ থেকে দামোদর নদীর তীরে বাঁশের মধ্যে লাল ফিতে জড়িয়ে দিয়ে ব্যারিকেড করা হয় যাতে তর্পণ করতে আসা মানুষ বিপদে না পড়ে