জগৎবল্লভপুর: আজ থেকে শুরু হল হাওড়া জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে বিএলও দের প্রশিক্ষণ
আজ থেকে শুরু হাওড়া জেলায় শুরু হল বিএলও প্রশিক্ষণ। যেদিন জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিএলও দের প্রশিক্ষণ শুরু হয়। ডোমজুড় পঞ্চায়েত সমিতির অফিসে ডোমজুড় সার্কেলের শিক্ষক শিক্ষিকারা প্রশিক্ষণ নেন। এদিন কিভাবে বাড়ি বাড়ি ফর্ম বিলি করা হবে এবং সংগ্রহ করা হবে সে সম্পর্কে তাদের বলা হয়। শিক্ষক-শিক্ষিকারা জানিয়েছেন তাদের অনেকের বাড়ি দূরে হওয়ায় স্কুলে পঠন পাঠনের পর বিএলও র কাজ করতে অসুবিধা হবে।