ইটাহার: SIR সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ইটাহার ব্লকের সুরুন ১ নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকায় সচেতনতা প্রচার INTTUC-র
উদ্দেশ্য, এসআইআর পক্রিয়ার দ্বারা যাতে একটিও বৈধ ভোটারের নাম বাদ না যায় তা সুনিশ্চিত করা। সেই লক্ষ্যকে সামনে রেখে সচেতন করতে বৃহস্পতিবার থেকে অঞ্চল ভিত্তিক বাড়ি বাড়ি প্রচার শুরু করল তৃণমূল শ্রমিক সংগঠন তথা INTTUC। এদিন ইটাহারের MLA মোশারফ হুসেনের নির্দেশে এবং তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় ইটাহারের সুরুন এক নম্বর অঞ্চলে। INTTUC-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি রামদেব সাহানী, ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস, INTTUC