খড়গপুর ১: খড়গপুরে BLA 2 দের নিয়ে SIR এর প্রশিক্ষণ শিবির তৃণমূলের
আগামীকাল থেকেই রাজ্যে sir প্রথম পর্যায় শুরু হচ্ছে, পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার লিস্টের হবে ভেরিফিকেশন। তারি আগে আজ সোমবার খড়্গপুরে বিশেষ বৈঠক তৃণমূলের। খড়গপুর সদর বিধানসভার সমস্ত বিএল এ টু দের নিয়ে এদিন সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ শুরু হয় বৈঠক, এই বৈঠকে তাদের বোঝানো হয় কিভাবে কি কাজ করতে হবে। প্রশিক্ষণ দেওয়া হয় sir এর। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, খড়্গপুরের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার সহ অন্যান্যরা