বরজোড়া: দিশা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত 'মুখোশের আড়ালে' যাত্রাপালায় উপস্থিত বিধায়ক
দিশা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে শুরু হয়েছে যাত্রা উৎসব ।শালগাড়া গ্রামে অনুষ্ঠিত এই যাত্রাপালাই উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জী, বড়জোড়া উৎসব ও বইমেলার কর্ণধার সুখেন বিদ।। এই যাত্রা পালা নাম 'মুখোশের আড়ালে'।এই যাত্রাপালা কে ঘিরে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মত। আশেপাশের গ্রামের মানুষের এই যাত্রাপালা দেখার জন্য ভিড় জমান।