পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর রেল লাইন থেকে উদ্ধার দেহ, মালদার চাঁচল থানার পুরাতন খানপুর ঘাট এলাকায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা যুবক আনারুল হকের ক্ষতবিক্ষত দেহ রেললাইন থেকে উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। শ্রী পুর রেল স্টেশনের রেল লাইনের ধার থেকে দেহ উদ্ধার করে রেল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। গত সোমবার থেকে নিখোঁজ থাকে ওই যুবক।