রায়গঞ্জ: রাজ্যের নির্দেশে টোটো রেজিস্ট্রেশনে তৎপর জেলা প্রশাসন, কর্ণজোড়ায় একাধিক সংগঠন ও প্রশাসনিক দপ্তরকে নিয়ে বৈঠক
রাজ্যের নির্দেশ মেনে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় গতি আনতে উদ্যোগী হয়েছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। বুধবার কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে চারটি পুরসভা, পুলিশ, পিডব্লুডি ও টোটো চালক সংগঠনগুলিকে নিয়ে বিশেষ বৈঠক হয়। প্রশাসন জানিয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে জেলার সমস্ত টোটো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এদিনের বৈঠকে উপস্থিত সিটু ও আইএনটিটিইউসির প্রতিনিধিরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানালেও রেজিস্ট্রেশন ফি কমানোর দাবি জানান।