কলকাতা: মঙ্গলবার পুজো প্রস্তুতি পরিদর্শনে বেরোলেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ
দেবীপক্ষের সূচনার আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। চারপাশে জোরকদমে চলছে পুজোর প্রস্তুতি। প্রতিটি মণ্ডপেই ব্যস্ততা তুঙ্গে। সেই আবহে এবার কলকাতার নামজাদা পুজোগুলির প্রস্তুতি ঘুরে ঘুরে খতিয়ে দেখলো পুলিশ-প্রশাসন। মঙ্গলবার পুজোপ্রস্তুতি পরিদর্শনে বেরিয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মীরাজ খালিদ। কলকাতা পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ প্রথমে বেহালা নূতন দলের পুজোমণ্ডপ দিয়ে সূচনা হয়েছে।