মানবাজার ২: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্ম দিবস উপলক্ষে বোরো এলাকায় সমাজ সেবামূলক কর্মসূচি করলো BJP
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিবস উপলক্ষে একাধিক সমাজসেবা মূলক কর্মসূচি নিলো মানবাজার-২ নম্বর ব্লক বান্দোয়ান তিন নং মন্ডল বিজেপি।বুধবার বিকেল ৪ টা থেকে পেঁচাড়া শবর পাড়া ও বসন্তপুর হাসপাতালে এই কর্মসূচি নেওয়া হয়।শবরদের শিশুদের বই বিতরণ ও দুঃস্থ রোগীদের ফল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির জেনারেল সেক্রেটারী পার্সী মূর্মু, বান্দোয়ান তিন নং মন্ডলের সভাপতি সঞ্জয় মাহাতো সহ দলীয় কর্মীরা।