ইটাহার: সরকারি ভাবে বিনামূল্যে ৭৬ জন কৃষককে কৃষি সেচের সামগ্রী প্রদান করা হল ইটাহারের শ্রীপুর এলাকার কৃষি দপ্তরে, উপস্থিত MLA
সরকারি ভাবে বিনামূল্যে কৃষি সেচের সামগ্রী প্রদান করা হল ইটাহারে। সোমবার ইটাহারের শ্রীপুর এলাকায় অবস্থিত কৃষি দপ্তর প্রাঙ্গণে বাংলা কৃষি সেচাই যোজনার আওতায় এই কর্মসূচি করা হয়। প্রথমে ব্লকের বিভিন্ন অঞ্চলের কৃষকদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত সকলে কৃষকদের রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা সরকারি বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প সম্পর্কে অবগত করেন। এরপর দপ্তর প্রাঙ্গণে ব্লকের ৭৬ জন কৃষকের হাতে সেচের সামগ্রী তুলে দেন ইটাহারের MLA।