খানাকুল ১: ঘুম পাড়ানি গুলির সাহায্যে আটক আক্রমনকারী হনুমান,স্বস্তি ফিরল নতিবপুর বাসীর
বন দপ্তরের হাতে আটক আক্রমনকারী হনুমান।জানা যায়,কয়েকদিন ধরে খানাকুলের নতিবপুরে তান্ডব চলাচ্ছিলো হনুমানটি।আক্রমনে আক্রান্ত হয় 10 থেকে 15 জন।বেশিরভাগ হাসপাতালে চিকিৎসাধীন।হনুমানকে বাগে আনতে 4 দিন ধরে চেষ্টা চালাই বন দপ্তর।কলকাতা থেকে বিশেষ টিম এসে খাঁচা পাতে এবং ঘুম পাড়ানি গুলি ব্যবহার করে তাকে বাগে আনার চেষ্টা করে।অবশেষে রবিবার ঘুমপাড়ানি গুলি করে তাকে বাগে আনা হয় এবং পশু হাসপাতলে নিয়ে যাওয়া হয়।আক্রমনকারী হনুমান ধরা পড়াই স্বস্তি ফিরেছে এলাকাবাসীর।