নন্দীগ্রাম ২: সরকারী বিভিন্ন প্রকল্পে কাজ করে ৪বছরেও বকেয়া টাকা না পেয়ে আজ পর্যন্ত BDO অফিসে অবস্থান বিক্ষোভ ঠিকাদারদের
পূর্ব মেদিনীপুর জেলার রেয়াপাড়া ১০০দিনের কাজ,পথশ্রী,পাড়ায় সমাধান সহ বিভিন্ন সরকারী বিভিন্ন প্রকল্পে কাজ করে ৪বছরেও বকেয়া টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে BDO অফিসের মূল ফটকের সামনে বিক্ষোভ দেখালো ঠিকাদার রা। ঠিকাদার সংগঠনের নেতৃবৃন্দ ফরজুল বলেন আমরা BDO কাছে বহুবার আবেদন নিবেদন করেছি কোনসুরাহা পাই নি তাই বাধ্য হয়ে আজ অবস্থান বিক্ষোভ করছি।এই প্রসঙ্গে BDO সুপ্রতিম আচার্য ঠিকাদারদের বকেয়া টাকার কথা কার্যত স্বীকার করে বলেন আমার হেডে টাকা এলে আমি অবশ্যই পেমেন্ট করে দেব