চাপড়া: চাপড়ায় বাসস্ট্যান্ড নির্মাণের কাজ খতিয়ে দেখলেন সাংসদ মহুয়া মৈত্র, জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক
Chapra, Nadia | Nov 17, 2025 চাপড়া ব্লকের চাপরা বাজারে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি বাসস্ট্যান্ডের। সেই দাবি মেনেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্রের উদ্যোগে সম্পন্ন হতে চলেছে সেই দাবি। সাংসদের এলাকা উন্নয়ন তহবিলের অর্থনুকূলে শুরু হয়েছে চাপড়া বাসস্ট্যান্ড নির্মাণের কাজ। সোমবার রাতে সেই কাজ পরিদর্শন করলেন সাংসদ মহুয়া মৈত্র, উপস্থিত ছিলেন,নদিয়া জেলাপরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা, চাপড়ার বিধায়ক রূকবানুর রহমান, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুকদেব ব্রহ্ম।