বোলপুর-শ্রীনিকেতন: দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে কঙ্কালীতলায় আজ উপচে পড়া ভিড়, মঙ্গল আরতি দিয়ে পূজার সূচনা
দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে ৫১ সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা আজ ভক্তদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের লম্বা সারি দেখা যায়। ভোরবেলা মঙ্গল আরতি ও মঙ্গল ভোগের মাধ্যমে পূজার শুভ সূচনা হয়। মা কঙ্কালীর আশীর্বাদ প্রার্থনায় ভক্তরা নিমগ্ন হয়ে দর্শনে মন ভরিয়ে নিচ্ছেন।পুরো এলাকা শঙ্খধ্বনি, ঢাকের আওয়াজ ও ভক্তির সুরে মাতোয়ারা। দুপুরে ঐতিহ্যবাহী পঞ্চ ব্যঞ্জন দিয়ে মায়ের বিশেষ ভোগ নিবেদন করা হবে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। পূ