কালচিনি: কালচিনি ব্লকের জাতীয় সড়কে হাজির দুটি বুনো হাতি, আতঙ্ক এলাকায়
কালচিনি ব্লকের জাতীয় সড়কে হাজির দুটি বুনো হাতি। শুক্রবার সাড়ে চারটা নাগাদ ৩১ নম্বর জাতীয় সড়কে দুটি হাতিকে দেখতে পেয়ে নিমতি -আলিপুরদুয়ার হাইওয়ের দুপাশে দাঁড়িয়ে পড়ে গাড়ি। জনসমক্ষে বুনো হাতি দাঁড়িয়ে ভক্ষণ করছে ঘাস। এই দৃশ্য অনেকেই করছেন ক্যামেরাবন্দি। সম্প্রতি বুনো হাতির আনাগোনা বেড়ে গিয়েছে আলিপুরদুয়ার জেলায়। জাতীয় সড়কে বুনো হাতি দেখে মানুষজন খুশি হলেও, আতঙ্ক রয়েছে সকলের মনে।