শুক্রবার সকালে শোবার ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হেমতাবাদ ব্লকের গিয়াশিল এলাকায়। মৃত ব্যক্তির নাম উৎপল চন্দ্র রায় ৪০, বাড়ি গিয়াশিল এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হয়েছে বলে জানান। এদিন মৃতদেহ উদ্ধার করে হেমতাবাদ হাসপাতালে নিয়ে আসা হলে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।