বাড়ি থেকে সোনার গহনা চুরির অভিযোগে এক ব্যক্তিকে মারধর করে এলাকাবাসীরা। পরে ওই ব্যক্তিকে মাথাভাঙা থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ৮ টা নাগাদ মাথাভাঙা 12 নং ওয়ার্ড এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দার প্রতিমা দাসের বাড়িতে সোনার কানের গহনা ওই এলাকার সুলেন দাস এক ব্যক্তি চুরি করে বলে অভিযোগ। এরপর এলাকাবাসীরা ওই ব্যক্তিকে ধরে ফেলে। মারধর করে বলে অভিযোগ। পুলিশ পুলিশকে সুলেন দাসকে উদ্ধার করে থানায় আটক করা হয়েছে।