কৃষ্ণগঞ্জ: রাত পোহালেই ভাইফোঁটা, একটা দিন বেশী পাওয়ায় মুখে চওড়া হাসি মিষ্টি ক্রেতা ও বিক্রেতার
রাত পোহালেই ভাইফোঁটা, একটা দিন বেশী পাওয়ায় মুখে চওড়া হাসি মিষ্টি ক্রেতা ও বিক্রেতার, রাত পোহালেই শুভ ভাইফোঁটা কিন্তু অন্যান্য বছর কালীমাতার নিরঞ্জনের পরের দিনই ভাইফোঁটা শুরু হয়, এবারে পঞ্জিকা অনুযায়ী কালীমাতা নিরঞ্জনের একদিন পর ভাইফোঁটা ফলে একদিন বেশী সময় পেয়েছেন মিষ্টি ক্রেতা থেকে শুরু করে বিক্রেতারা আর এর ফলে কৃষ্ণগঞ্জের মাজদিয়ার মিষ্টি বিক্রেতারা অনেক রকমারী মিষ্টি বেশী করে প্রস্তুত করতে সময় পেয়েছেন যাতে ক্রেতারা ফিরে না যায় আর ক্রেতারাও মিষ্