নন্দীগ্রাম ১: ইংরেজি মাধ্যম স্কুলের পক্ষে সায় নন্দীগ্রাম BMT শিক্ষা নিকেতনের ভূমিদাতা পরিবার,আজ নন্দীগ্রামে জানান সদস্যরা
পূর্ব মেদিনীপুর জেলার শতবর্ষ অধিক প্রাচীন বিদ্যালয় গুলির মধ্যে অন্যতম নন্দীগ্রাম BMT শিক্ষানিকেতন।১৯১২সালে নন্দীগ্রামের হৃদয়বান ব্রজমোহন তিয়াড়ির ভূমি দানে এই বিদ্যালয়টি প্রাণ প্রতিষ্ঠা পায়।বর্তমানে এই বিদ্যালয়ের নামাঙ্কিত ভূমি যা তৎকালীন সময়ে ভূমিদাতারার দান করেছেন।তা রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে নামে বিদ্যালয়ের কিন্তু ভোগ করছে চাষিরা। তার লভ্যাংশ বিদ্যালয় পাচ্ছে না।বর্তমান প্রধান শিক্ষক রঞ্জিত কুমার শাসমাল সহ এলাকার অন্যান্য মানুষ জন এই বেদখল জমি বিক্রি কর