পূর্বস্থলী ১: বিদ্যানগরের কৃতিত্বে গর্বিত গোটা রাজ্য, এশিয়ান মঞ্চে ভারতের স্বর্ণপদক তাদের হাত ধরে! সংবর্ধনা জানালেন মন্ত্রী
১৪ তম এশিয়ান অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিকে অসাধারণ সাফল্য পেল পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিদ্যানগর জিডি জিমন্যাস্টিক একাডেমির ছাত্র-ছাত্রীরা. গোয়াতে আয়োজিত ৩১শে অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতায় এখান থেকে ৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। সব মিলিয়ে তারা মোট 12 টি পদক জয় করে। বৃহস্পতিবার সকালে ভান্ডারটিগুরি স্টেশনে নামতেই তাদের সংবর্ধনা জানান রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক স্বপন দেবনাথ।