বান্দোয়ান: বান্দোয়ানের বিডিও অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ অল ইন্ডিয়া কিষান ক্ষেত মজদুর সংগঠনের
এলাকায় মদ ও মাদকদ্রব্য সম্পূর্ণ ভাবে বন্ধ করা, শীর্ষ আদালতের রায় মেনে ১০০ দিনের কাজ চালু করা, এলাকার কোনও স্কুল বন্ধ না করার দাবিতে বুধবার বান্দোয়ান ব্লক সদরে মিছিল করার পাশাপাশি বিডিও অফিস চত্বরে হাতে ব্যানার ও প্লেকার্ড অবস্থান বিক্ষোভ করে অল ইন্ডিয়া কিষান খেত মজদুর সংগঠন।