বিশালগড়: চড়িলাম বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে ভোজন মাতাদের রান্নার প্রতিযোগিতা!
চড়িলাম বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে ভোজন মাতাদের মধ্যে রান্নার প্রতিযোগিতা ।চড়িলাম বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ প্রকল্পের অধীনে নয়টি বিদ্যালয়ের ভোজন-মাতাদের মধ্যে অনুষ্ঠিত হয় রান্নার প্রতিযোগিতা। শুক্রবার চড়িলাম বিদ্যা জ্যোতি স্কুল কমপ্লেক্স এর মধ্যে বি আর সি হল ঘরে প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা।