ইলামবাজার: ইলামবাজার ব্লকের ঘুড়িষা অঞ্চলের নারায়নপুর নেতাজি কলোনির গ্রামে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান
ইলামবাজার ব্লকের বুড়িসা অঞ্চলের নারায়নপুর নেতাজি খোলনি গ্রামে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান বেলা 11টা নাগাদ।উপস্থিত ঘুরিষা গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন সরকার,ইলামবাজার ব্লক বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শেখ শফিউল্লাহ সহ অগণিত সাধারণ মানুষ।আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে।প্রত্যেক বুথকে ১০ লক্ষ টাকা করে খরচ করার বরাদ্দ।