ফরাক্কা: চলন্ত বাইকে আগুন! এনটিপিসি মোড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিডিও অফিসের কর্মী
চলন্ত বাইকে আগুন! এনটিপিসি মোড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক বুধবার সকালবেলা ফরাক্কা থানার অন্তর্গত এনটিপিসি মোড়ে জাতীয় সড়ক ১২ নম্বরে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। চলন্ত বাইকে আচমকা ধোঁয়া উঠতেই থামানোর আগেই আগুন ধরে যায় গাড়িতে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাইকচালক অমিয় মণ্ডল, যিনি মালদার চাঁচল ব্লকের বিডিও অফিসের কর্মী। জানা গেছে, তিনি বাইকে করে চাঁচল থেকে ফরাক্কার ব্রাহ্মণগ্রামে বাড়ি ফিরছিলেন। এনটিপিসি মোড়ের কাছে বাইকের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখে