কল্যাণী: গয়েশপুরে মন্ডল বিজেপির দলীয় কার্যালয়ে উত্তরবঙ্গের বিধায়ক নিখিল রঞ্জন দে, গয়েশপুর বিজেপির নেতৃত্বের সঙ্গে আলাপচারিতা
Kalyani, Nadia | Oct 27, 2025 কল্যাণীর গয়েশপুর গয়েশপুর মন্ডল বিজেপির দলীয় কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন উত্তরবঙ্গের বিধায়ক নিখিল রঞ্জন দে, এলাকার বিজেপি নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও বিশেষ আলাপচারিতা সারলেন,উপস্থিত ছিলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, মন্ডল সভাপতি বিশ্বজিৎ পাল সহ অন্যান্য নেতৃত্ব। গেরুয়া উত্তরীয় দিয়ে বিধায়ক নিখিল রঞ্জন দে বরণ করে নেন বিধায়ক অম্বিকা রায়। সোমবার আনুমানিক রাত আটটা নাগাদ সেই ছবি উঠে এলো।