রানিবাঁধ: খাতড়ায় জমজমাট ফুটবল; পুরুলিয়ার হুড়া ফাইনালে, উৎসবের আবহ ছড়াল শহরজুড়ে
খাতড়া সিধু-কানু স্টেডিয়ামে রামরঞ্জন স্মৃতি কাপ-২০২৫-এর প্রথম দিনের খেলা জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হলো। মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে। লিগের প্রথম রাউন্ডে ৮টি দল খেলে। দর্শক উচ্ছ্বাসে ভরা মাঠে দেশি-বিদেশি ফুটবলারের পারফরম্যান্স ছড়িয়ে দিয়েছে উৎসবের আবহ। দিনের শেষ চমক—পুরুলিয়ার হুড়া দল ফাইনালে উঠল। রবিবার বাকি ৮ দলের খেলা ও বিকেলের ফাইনাল হবে। মোট পুরস্কারের মূল্য ৫ লাখ ৭৫ হাজার টাকা, সঙ্গে আকর্ষণীয় ট্রফি। খেলোয়াড় ও দর্শকের উৎসাহ সব চোখ ফাইনালের দিকে।