শ্রীরামপুর-উত্তরপাড়া: আবর্জনা পৃথকীকরণ, ডেঙ্গি ও অন্যান্য বিষয় নিয়ে পূজার সময় জনগণকে সচেতন করতে উদ্যোগী বৈদ্যবাটি পৌরসভা
আবর্জনা পৃথকীকরণ, ডেঙ্গি ও বিভিন্ন বিষয়ে নিয়ে জনগণকে সচেতন করতে রাজ্য নগর উন্নয়ন সংস্থার নির্দেশে এবং বৈদ্যবাটি পৌরসভার উদ্যোগে সোমবার Kiosk এর উদ্বোধন। উদ্বোধন করেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পৌরসভার সিআইসি মেম্বার মহুয়া ভট্টাচার্য, স্যানিটারী ইন্সপেক্টর কৃষ্ণেন্দু কুন্ডু এবং অন্যান্য পৌর সদস্য, পৌর কর্মী ও বহু বিশিষ্ট ব্যক্তিরা।